Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে যেতে কর্মীদের টিকা দেওয়া বাধ্যতামূলক নয়

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৬:৪২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:১৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ঢাকা: সৌদি আরবে গমনেচ্ছু শ্রমিকদের মেনিনজাইটিসের টিকা নেওয়ার বাধ্য বাধ্যকতা তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) হজরত শাহ জালাল আন্তজার্তিক বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাম্পেট মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেছেন, সৌদি আরবে যেতে কোনো কর্মীকে মেনিনজাইটিস টিকা নিতে হবে না। তবে ওমরাহ ও ভ্রমণ ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। তাদেরকে ভ্রমনের অন্তত ১০ দিন আগে টিকা নিতে হবে।

বিজ্ঞাপন

এদিকে টিকা নিতে হয়রানি ও টিকা না পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রায় ৩০০ জন সৌদিগামী যাত্রী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য, আবার কেউ ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন।

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ জানিয়েছে, আন্দোলনরতদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী। এছাড়া ওমরা হজের যাত্রীও আছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুয়েকটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা টিকা পাননি। সেসব হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন প্রবাসীরা।

এই প্রেক্ষাপটে টিকা নেওয়া বাধ্যতামূলক নয় বলে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি সেই বার্তায় লেখেন, ‘মনে রাখতে হবে, চিঠির বর্ণনা অনুযায়ী, সৌদি আরবে শুধু ওমরা ও ভিজিট ভিসার জন্য এই টিকার প্রয়োজন হবে। এটি কাজের ভিসার জন্য প্রযোজ্য নয়। সম্মানিত রেমিট্যান্স উপার্জনকারী যারা কাজের ভিসায় সৌদি আরব ভ্রমণ করছেন, তাদের টিকা দেওয়ার প্রয়োজন নেই।’

সারাবাংলা/জেআর/ইআ

বাধ্যতামূলক নয় মেনিনজাইটিসের টিকা সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর