Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক মামলা: আসিফ নজরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৬:০৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:৫০

ড. আসিফ নজরুল, উপদেষ্টা। ফাইল ছবি

ঢাকা: আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

দেশের ২৫ জেলায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এসব মামলায় লাখ লাখ মানুষকে আসামি করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে মামলাগুলো প্রত্যাহার করা হবে।’

এ সময় সাইবার সিকিউরিটি আইনের অধীনে থাকা সকল মামলা প্রত্যাহারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।’

বিচারক নিয়োগ প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘উচ্চ আদালতে এর আগে রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে নিয়োগ হবে দক্ষতার ভিত্তিতে এবং দল নিরপেক্ষতার ভিত্তিতে। বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ করা হচ্ছে।’

সারাবাংলা/জেআর/এমপি

মামলা প্রত্যাহার হয়রানিমূলক রাজনৈতিক মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর