Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীর্ঘ ১৯ বছরেও নোবিপ্রবিতে নেই স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট

নোবিপ্রবি করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১০:৫৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৪:১৬

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)

নোয়াখালী: তথ্য-প্রযুক্তির এই সময়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রতিষ্ঠার ১৯ বছর পেরিয়ে গেলেও নেই একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় ও পরিপূর্ণ তথ্যের অভাব রয়েছে। ফলে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা পড়ছেন নানা বিড়ম্বনায়।

ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তথ্য, প্রশাসনিক কার্যক্রম, অনুষদের তালিকা, গবেষণার তথ্য এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ বা পুরোনো।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন ভর্তি নির্দেশিকা, ক্লাস রুটিন, পরীক্ষার ফলাফল এবং নোটিশ যথাসময়ে আপডেট না হওয়ায় এবং গবেষণার পরিপূর্ণ তথ্য না থাকায় শিক্ষার্থীরা বার বার ভোগান্তিতে পড়ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ না হওয়া এবং প্রযুক্তিগত সমস্যাগুলো আধুনিক যুগে তাদের পেছনে ফেলে দিচ্ছে। অনেকের মতে, এটি শুধু শিক্ষার্থীদের নয়,পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেই নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

ওয়েবসাইটে তথ্যের অপর্যাপ্ততা ও সীমাবদ্ধতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আমরা প্রযুক্তি শিক্ষায় এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের নিজেদের প্রযুক্তি ব্যবস্থাপনাই যদি দুর্বল হয়, তাহলে সেটি কতোটা বাস্তবসম্মত? নোবিপ্রবির মতো একটি প্রতিষ্ঠানের জন্য একটি আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট থাকা আবশ্যক। এটি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের কাজ সহজ করবে। বিশ্ববিদ্যালয়ের ডিজিটালাইজেশনের অভাব আমাদের আরও পিছিয়ে দিচ্ছে। আমি আশা করি, কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।’

বিজ্ঞাপন

নোবিপ্রবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি স্বয়ংসম্পূর্ণ ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু তথ্য সরবরাহের মাধ্যম নয় বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিচয়ও বহন করে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এতো বছর পেরিয়ে গেলেও এখনো একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট না থাকা হতাশাজনক। আমাদের পরীক্ষার সময়সূচি বা নোটিশের জন্য নির্ভর করতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে বা ম্যানুয়ালি জানার ওপর। এতে সময় নষ্ট হয় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হয়ে যায়। আমি মনে করি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এ বিষয়টি অগ্রাধিকার দেওয়া।’

এই বিষয়ে জানতে চাইলে নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক ইফতেখার মাহমুদ তৌহিদ বলেন, ‘নতুন উপাচার্য এবং উপ-উপাচার্য আসার পর থেকে এটা নিয়ে আমাদের কাজ চলছে। দুই মাস আগে থেকে আমরা অফিসিয়ালি কাজ শুরু করেছি। আমরা আশা করছি আগামী মাসে পুরোপুরি কাজ শেষ না হলেও আধুনিক ডিজাইন ডেটা চালু করতে পারবো।’

নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক বলেন, ‘ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ চলছে। ব্যাকগ্রাউন্ডের কাজ প্রায় শেষ। আগামী এক মাসের মধ্যেই আমরা উদ্বোধন করবো।’

 

 

সারাবাংলা/এসডব্লিউ

ওয়েবসাইট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি)

বিজ্ঞাপন

তাসকিনের ‘দুঃখ’ যেন শেষ হয় না!
২১ জানুয়ারি ২০২৫ ১৫:০১

আরো

সম্পর্কিত খবর