তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পথ-ঘাট, যান চলাচল ব্যাহত
২১ জানুয়ারি ২০২৫ ০৯:২৮
ঢাকা: গত কয়েকদিন ধরেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিন্তু কুয়াশার ঘনত্ব কমেনি। বরং আরও বেড়েছে। মধ্যরাত থেকে যে কুয়াশা জমেছিল তা সকাল ৯টা পর্যন্তও ঘন দেখা গেছে। যে কারণে সড়ক ও নৌ ও আকাশ পথে যান চলাচল ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে। তবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে।
বুধবারে (২২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসেও একই কথা বলা হয়েছে। এদিনও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ব্যাহত হতে পারে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগও। তবে এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তিনি আরও জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিস্কার। এই তিন দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ