ইতালির ভিসেনজায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ জানুয়ারি ২০২৫ ২৩:৪৯
ইতালির ভিসেনজায় আগামী দিনে বিএনপির নেতৃত্ব ও কর্মী সমর্থক ভাবনাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ শনিবার) স্থানীয় একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবাই ইতালি বিএনপির নেতৃত্বে এমন নেতাকে চান যার হাত ধরে যার দল উপকৃত হবে এবং সংগঠনের কাঠামো আরও মজবুত ও ঐক্যবদ্ধ হবে।
সাবেক ছাত্রনেতা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল হালিমের সভাপতিত্বে ও ভিসেনজা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ছাত্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসেনজা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শিকদার মোহাম্মদ কায়েস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা খবির খন্দকার। বিশেষ অতিথি ছিলেন- বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন ইমরান খান, জাফর আহমেদ, মামুন খান, অ্যাডভোকেট মনিরুজ্জামান, ইতালি বিএনপির সাবেক স্বনির্ভরবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল, সোহেল সারেং প্রমুখ।
মতবিনিময় সভায় বিগত ফ্যাসিবাদ ও স্বৈরাচার সরকারের সমালোচনা করা হয়। এছাড়া স্থানীয় বিএনপি নেতা ঢালী নাসির উদ্দিনকে ইতালি বিএনপির সভাপতির দায়িত্ব অর্পণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করা হয়। পরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করা হয়।
সারাবাংলা/পিটিএম