Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তৃণমূলকে সংগঠিত করতে হবে, সামনে বিশাল কাজ’

স্পেশাল করেসপডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২২:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:৪১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের তৃণমূলকে সংগঠিত করতে হবে। এখন বেশি করে কাজ করতে হবে। বিশাল কাজ আমাদের সামনে আছে। যে উৎসাহ, যে দেশপ্রেম নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে দলকে পুনর্গঠন করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

সোমবার (২০ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সদস্যপদ নবায়ন কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ‘আজকের দিন বিএনপির নেতা-কর্মীদের আনন্দের দিন। আজকে যে কর্মসূচি শুরু করলাম, আমার সামনে যে নেতাদের দেখতে পারছি, এখানে আমাদের যুগ্ম মহাসচিবরা আছেন, সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকরা আছেন। আপনাদের মাধ্যমে আমাদের এই সাংগঠনিক কর্মসূচি সফল করতে হবে।’

তিনি বলেন, ‘জনগণের সমর্থন পাবার পরে দেশকেও পুনর্গঠন করতে হবে। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই দলকে পুনর্গঠিত করতে হবে।’

তারেক রহমান বলেন, ‘মেধাবী মানুষদেরকে সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, সততা, আদর্শ আছে এ রকম মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে। দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এ্যাফেক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ, এই রাষ্ট্রটিকে স্বৈরাচার ধবংস করে দিয়েছে, অনেক পিছনে নিয়ে গেছে। কাজেই আমাদের দলকে যদি পুনর্গঠন করতে হয়, তাহলে সেরকম মানুষ দরকার। সেই রকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর