Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম করে বিয়ের ৫ মাস পর গৃহবধূর ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২০:১৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:২৮

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমড়ার সুকুরশী এলাকার একটি বাসা থেকে জান্নাতি আক্তার মুন্নি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ মাস আগে প্রেমের সম্পর্ক করে বিয়ে করা মুন্নি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ডেমড়া সুকুরশি ঢালিবাড়ি এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতি বরগুনা জেলার আমতলি উপজেলার আবুল বাসার আকন্দের ছেলে। বর্তমানে ডেমড়া সুকুরশি এলাকায় স্বামী নাজমুল হাওলাদারের সঙ্গে বাস করত।

হাসপাতালে জান্নাতির শ্বশুর কামাল হোসেন বলেন, ‘প্রেমের সম্পর্ক করে ছেলে জান্নাতিকে বিয়ে করে। নাজমুল একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করে। আজ সকালে নাজমুল বাসায় কম্পিউটার চালাচ্ছিল। এ সময় জান্নাতি এসে হঠাৎ করে কম্পিউটার বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপর নাজমুল কাজে বের হয়ে যায়। আমি নিজেও বাইরে চলে যাই। কিছুক্ষন পর বাসায় ফিরে এসে দেখি জান্নাতি ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে নিজরাই ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে পুলিশে খবর দেই।’

ডেমড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, খবর পেয়ে ডেমড়ার বাসা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলোহের জেরে জান্নাতি নামে ওই মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

গৃহবধূর আত্মহত্যা ডেমড়ার সুকুরশী