আন্দোলনে শহিদদের সঠিক তালিকার দাবি গণসাংস্কৃতিক ফ্রন্টের
২০ জানুয়ারি ২০২৫ ২০:০২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:০৪
ঢাকা: ২৪’এর গণ আন্দোলনে নিহত হওয়া শহিদদের সঠিক তালিকা তৈরি ও আহতদের সুচিকিৎসার দাবি জানিয়েছে গণসাংস্কৃতিক ফ্রন্ট।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ‘৬৯ থেকে ২৪ গণঅভ্যুত্থান ও জনগণের প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনায় এসব দাবি জানায় বক্তারা।
আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘২৪ এ স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অনেক তরুণ ছাত্র ছাত্রীদের প্রাণ গেছে। তাদের এই লড়াই যেনো বৃথা না যায়। তাদের স্বপ্ন যেনো ভঙ্গ না হয়, সেদিকে বর্তমান সরকারের নজড় দিতে হবে। আর তাই সেই শহিদ তরুণদের ও আহতদের প্রাপ্তি পূরণ করতে হবে। জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। শহীদদের তালিকা তৈরি করতে হবে। দ্রব্যমূলের দাম কমাতে হবে। জনজীবনের মান উন্নয়নে আরোও বেশি পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে।’
বুদ্ধিজীবী সংঘের সহ সম্পাদক আফজালুর বাসার বলেছেন, ‘২০২৪ সালের গণ আন্দোলন আমাদের একটি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। স্বৈরাচারের হাত থেকে উদ্ধার করা এই দেশের গোটা ব্যবস্থাটাই তাই পরিবর্তণ করতে হবে। সেখানে কোনো বিভাজন রাখলে চলবেনা। গত ১৫ বছরের সকল অগণতান্ত্রিক কার্যক্রম থেকে দেশকে মুক্ত করে, জনসাধারণের জন্য স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আরোও বেশি ভূমিকা রাখতে হবে সরকারকে।’
বাংলাদেশ লেখক সমিতির সাধারণ সম্পাদক কাজী ইকবাল বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থান বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বৈরাচারের হাত থেকে স্বাধীন করা এ দেশ যেনো স্বাধীনভাবেই চলতে পারে। জনগণ যেনো তার চাহিদা পূরণ করতে পারে। আর যেনো কোনো ধরণের নির্যাতনের মুখোমুখি হতে না হয় সাধারণ মানুষের।’
দেশে সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান বক্তারা।
সারাবাংলা/এফএন/এনজে