Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আবু সাঈদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুতই গ্রেফতারি পরোয়ানা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২২:২৮

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আবু সাঈদ

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত আবু সাঈদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুতই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ময়নুল করিম।

সোমবার (২০ জানুয়ারি) আবু সাঈদ হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার ময়নুল করিমের নেতৃত্বে ১২ সদস্যের তদন্ত দল রংপুরে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ শেষে বিকেলে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে ব্যারিস্টার এসএম ময়নুল করিম জানান, নিহত আবু সাঈদসহ বৃহত্তর রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এক সপ্তাহ আগে ট্রাইব্যুনালে অভিযোগ পাওয়ার পর আমরা আমলে নিয়ে তদন্ত শুরু করেছি। তারই অংশ হিসেবে যেখানে আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেই ঘটনাস্থল পরিদর্শন, তথ্য-উপাত্ত সংগ্রহ, ঘটনার সময় চাক্ষুষ সাক্ষী যারা ছিলেন তাদের জবানবন্দি নেওয়াসহ সার্বিক কার্যক্রম করা হচ্ছে।

তিনি বলেন, ‘চিফ প্রসিকিউটরের নির্দেশে আমরা ৯ জন তদন্তকারী ও তিন জন নিরাপত্তা কর্মকর্তা মিলে ১২ জন এসে তদন্ত করছি। গুরুত্বের সঙ্গে আবু সাঈদের হত্যার বিষয়টি দেখা হচ্ছে। আমরা নিশ্চিত হওয়ার পরেই হত্যায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করব।

সারাবাংলা/এইচআই

আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন রংপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর