Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কি না- এ সিদ্ধান্ত রাষ্ট্রের’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৮:২৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:২৪

মেডিকেলে ভর্তি পরীক্ষায় কোটা বাতিল এবং ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বিক্ষোভ ও অবস্থান নেন ঢাকার বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা – ছবি : সারাবাংলা

ঢাকা: এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কি না- এ সিদ্ধান্ত রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়েজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আপনারা জানেন যে, কোটা বাতিলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল, সেখানে মূল পরিবর্তন হলো নাতি-নাতনির পরিবর্তে, পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষাও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে। তারপরও এটা স্ক্রুটিনি করা হবে।

তিনি বলেন, এই ১৯৩ জনের (যারা কোটায় মেধা তালিকায় স্থান পেয়েছেন) মধ্যে খুবই আনইউজু্য়্যাল হবে যাদের (বাবার) বয়স ৬৭-৬৮ এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে, তাহলে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না- এ নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, এটি রাষ্ট্রের। আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি এটি যাচাই করা হবে।

সারাবাংলা/জিএস/আরএস

অধ্যাপক ডা. সায়েদুর রহমান এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটা