Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পাচ্ছেন বঞ্চিত উপসচিবরা, ফেব্রুয়ারিতে কার্যকর

স্পেশাল করেসপডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০১

ঢাকা: আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই উপসচিবরা যুগ্মসচিব পদে পদোন্নতি পেতে যাচ্ছেন। প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের ১৩ থেকে ২২ তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা পদোন্নতি পাবেন। এ ছাড়া প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিবও একইসঙ্গে পদোন্নতি পাচ্ছেন।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান।

বিজ্ঞাপন

নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব বলেন, ‘আমরা ২৫ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে। ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কাজের চাপে সেটি সম্ভব হয়নি। আমরা কাজ শুরু করেছি। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন।

অতিরিক্ত সচিব বলেন, ‘প্রশাসনের ২২ ব্যাচের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই ২৫ ক্যাডারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন।’

তিনি বলেন, ‘প্রশাসনের ২৪ তম রেগুলার ব্যাচের পদোন্নতি নিয়েও কাজ চলছে। তারাও এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন। সবমিলিয়ে ২৫ ক্যাডারের উপসচিবরা, ২২ তম ব্যাচের বঞ্চিত উপসচিবরা এবং ২৪ তম ব্যাচের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন।

এর আগে গত ৩ ডিসেম্বর এপিডি বলেন, ‘প্রশাসন ক্যাডার ছাড়া বাকি ২৫ ক্যাডারের মধ্যে পদোন্নতির পাওয়ার যোগ্য এমন উপসচিবদের নিয়ে আমরা কাজ করছি। এসএসবির যারা সদস্য রয়েছেন তারা আমাদের বলেছেন ‘এই কাজটি আগে ধরে শেষ করুন। যাদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) এবং ডিপি (ডিপার্টমেন্টাল প্রসেডিং) রয়েছে তারা পদোন্নতি পাবেন না। ১৯৪ জনের সবাই তো যোগ্য না। বিভিন্ন ধরনের রিপোর্ট আছে। যারা যোগ্য তাদের আমরা পদোন্নতি দেব। চেষ্টা করছি ডিসেম্বর মাসের মধ্যেই এই কাজ শেষ করার।’

বিজ্ঞাপন

এদিকে প্রশাসন ব্যতিত বাকি ২৫ ক্যাডারের উপসচিবদের পদোন্নতি ইস্যুতে নেতৃত্ব দেওয়া এক উপসচিবকে ওএসডি করা হয়েছে। এ ছাড়া সচিবালয়ের বাহিরে পোস্টিং দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে।

সারাবাংলা/জেআর/ এইচআই

জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর