অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কমাতে
কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে গতি নেই
২০ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:০১
ঢাকা: কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে গতি নেই। অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কমাতে পুরান ঢাকার বাসা-বাড়িতে স্থাপিত রাসায়নিক গুদাম সরিয়ে নিতে ছয় বছর আগে বিসিকের উদ্যোগে মুন্সিগঞ্জে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল। আলোচ্য সময়ে প্রকল্পের ভৌত অগ্রগতি দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫০ শতাংশ। এখনো আছে নানা জটিলতা। অথচ অগ্নিকাণ্ড থেকে মানুষের জান মাল রক্ষায় প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্প্রতি অনুষ্ঠিত প্রকল্পটির স্টিয়ারিং কমিটির ১১তম সভা সূত্রে এ তথ্য জানা গেছে। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর বিশেষ করে পুরাতন ঢাকার কেমিক্যাল কারখানা ও গোডাউনগুলো পরিবেশ বান্ধব এবং অপেক্ষাকৃত কম জনবহুল স্থানে স্থানান্তর ও স্থাপনের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত
করাসহ সকল প্রকার অবকাঠামোগত সুযোগ সুবিধা সম্বলিত একটি কেমিক্যাল শিল্প পার্ক গড়ে তোলার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছিল। গত ২০১৮ সালের জুলাই থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা। এর বিপরীতে গত ৬ বছরে প্রকল্পের আওতায় ব্যয় দাঁড়িয়েছে ৯২৭ কোটি ৮৯ লাখ টাকা।
সভায় প্রকল্প পরিচালক জানান, গত স্টিয়ারিং কমিটির সভায় ভূমি উন্নয়ন (প্রথম লটের) অবশিষ্ট কাজের টেন্ডার কার্যক্রম দ্রুত শেষ করার সিদ্ধান্ত হয়। সে জন্য প্রথম লটের অবশিষ্ট অংশের অ্যাসেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করে প্রাক্কলন কমিটির মাধ্যমে প্রাক্কলন তৈরি করা হয়েছে। এরপর এটি অনুমোদনের জন্য চেয়ারম্যান বরাবর দাখিল করা হয়েছে।
তিনি আরো জানান, প্রকল্পের আওতায় ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণ শিরোনামীয় পূর্ত কাজ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ক্রয় প্রস্তাবের সার-সংক্ষেপ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উপস্থাপন করা হয়েছে। দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ পিপিআর, ২০০৮ এর বিধি ১১(২) এবং বিধি ৩৬(৩) অনুযায়ী বাতিল করে প্রস্তাবক মন্ত্রণালয় ক্রয়কার্য পুনঃপ্রক্রিয়াকরণের (রি-টেন্ডার) কার্যক্রম নিতে পারে বলে জানানো হয়েছে। কাজটির রি- টেন্ডার আহবানের জন্য পুনরায় প্রাক্কলন তৈরি করা হয়েছে। শিগগিরই দরপত্র আহবান করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সভায় বলেন, প্রকল্পের সব কার্যক্রম টাইম বাউন্ড সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করা হয়নি। সময়মতো টেন্ডার আহবান করতে না পারায় প্রকল্পের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে প্রকল্পের অগ্রগতি নাই বললেই চলে।
সভার সভাপতি জাকিয়া সুলতানা প্রকল্পের প্রথম লটের ভূমি উন্নয়ন (অবশিষ্ট অংশের) প্রাক্কলন অদ্যাবধি অনুমোদন ও দরপত্র আহবান না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করে চলতি জানুয়ারির মধ্যে মাটি ভরাট কাজ (অবশিষ্ট অংশ) এর প্রাক্কলন অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও দরপত্র আহবানের নির্দেশনা দেন। এছাড়াও প্রকল্পটির বাস্তবায়নকাল বিবেচনায় নিয়ে প্রকল্পের আওতায় ড্রেন, গেট, গার্ডশেড ও অন্যান্য নির্মাণ কাজের এবং পানির লাইন, ডাম্পিং ইয়ার্ড ও ইনসিনেরেটর ও ডিপটিউবওয়েল স্থাপন কাজের প্রাক্কলন অনুমোদন করে যথাসময়ে দরপত্র আহবানের নির্দেশনা দেন।
অর্থ বিভাগের প্রতিনিধি সভায় জানান, বর্তমান অবস্থা বিবেচনায় প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রকল্পের কার্যক্রম ২০১৮ সাল থেকে শুরু হলেও বাস্তব অগ্রগতি সন্তোষজনক নয়। তিনি আরো বলেন, মাটি ভরাট কাজ অনেকাংশে বাকি রয়েছে। মাটি ভরাট কাজ শেষ করা না হলে অন্যান্য কাজ যেমন, ড্রেন, রাস্তার কাজ শুরু করা সম্ভব নয়। তিনি নির্ধারিত সময়ে প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় থেকে একটি বিশেষ মনিটরিং টিম গঠনের পরামর্শ দেন।
বিসিকের মহাব্যবস্থাপক সভায় বলেন, সঠিক সময়ে মনিটরিং এবংঠিকাদারের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রকল্প এলাকায় বাড়তি শ্রমিক নিয়োগ করা গেলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের সব কাজ শেষ করা সম্ভব।
এ প্রসঙ্গে সভার সভাপতি জাকিয়া সুলতানা বলেন, প্রকল্প দপ্তর থেকে যে টাইম বাউন্ড এ্যাকশন প্লান তৈরি করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। প্রকল্পের সব কাজ নির্ধারিত সময়ে সমাপ্তির জন্য সংশোধিত এ্যাকশন প্ল্যান সংগ্রহ করা প্রয়োজন।ঠিকাদারের কাছ থেকে সংগৃহীত সংশোধিত এ্যাকশন প্ল্যান দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি।
সারাবাংলা/জেজে/আরএস