Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ


২০ জানুয়ারি ২০২৫ ১৭:২৪

আবার রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পেরেজ

রিয়াল মাদ্রিদের গত দেড় যুগের সাফল্যের অন্যতম কারিগর তিনি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আবার পেলেন ক্লাবের দায়িত্ব। প্রেসিডেন্ট নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পেরেজ। এতে টানা চতুর্থ ও সব মিলিয়ে ৫ম বারের মতো রিয়াল প্রধানের দায়িত্ব পেলেন তিনি।

স্প্যানিশ ব্যবসায়ী পেরেজ ২০০০ সালে প্রথমবার রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচিত হয়ে ক্লাবে বড় পরিবর্তন আনেন তিনি। পেরেজের অধীনেই রিয়াল পায় সেই বিখ্যাত ‘গ্যালাকটিকোস’।

বিজ্ঞাপন

তবে পেরেজের ‘গ্যালাকটিকোস’ সেভাবে সাফল্য পায়নি। নানা সমালোচনার মুখে ২০০৬ সালে রিয়ালের দায়িত্ব ছাড়েন পেরেজ। ২০০৯ সালে আবার ক্লাবে ফেরেন পেরেজ। সেই থেকে এখন পর্যন্ত ক্লাবে তার একক আধিপত্য।

২০১৩, ২০১৭, ২০২১ সালের নির্বাচনে জিতে রিয়ালের প্রেসিডেন্টের পদে বহাল ছিলেন তিনি। এবারও প্রেসিডেন্ট পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছিলেন ৭৭ বছর বয়সী পেরেজ। নির্বাচনে তার বিপক্ষে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার প্রেসিডেন্ট পদে বহাল রইলেন তিনি।

পেরেজের অধীনে রিয়াল জিতেছে সবকিছুই। বিশেষ করে লা লিগায় শিরোপা উঁচিয়ে ধরেছে ৫ বার। চ্যাম্পিয়নস লিগে তারা হ্যাটট্রিক চ্যাম্পিয়নও হয়েছে। পেরেজের অধীনে রিয়াল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে ৬ বার।

ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল প্রেসিডেন্ট রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর