মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ
২০ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫
নোয়াখালী: মেডিকেলের ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে গোলচত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থরা।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘যে কোটার জন্য আমাদের এতোগুলো ভাই-বোন রক্ত দিয়েছে সে কোটা আবার ফিরে এসেছে। আমাদের গণঅভ্যুত্থানের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরেই। আমরা স্বাস্থ্য উপদেষ্টা কে বলে দিতে চাই আপনি যদি মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য কোটা বহাল রাখতে চান তাহলে নিজের টাকায় মেডিকেল কলেজ বানিয়ে তাদেরকে ভর্তি করান।’
জাহিদুল ইসলাম রাফি বলেন, ‘আমরা সুশীলতা দিয়ে কখনোই বিপ্লব অর্জন করতে পারি নাই। যতই সাজানো গোছানো বক্তব্য দিই না কেন এই বক্তব্য আমাদের সুফল বয়ে আনতে পারে না। আপনারা জানেন গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার কোটায় ভর্তি প্রসঙ্গে আমাদের বলছে হাইকোর্টে রিট হওয়ার পর ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে যেটা শুধুই মুক্তিযুদ্ধার সন্তান পাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ১৯৭১ সালে যুদ্ধ করা মুক্তিযোদ্ধার কোনো সন্তান এখন মেডিকেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ এইসব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসবে? আমরা যে স্লোগানের ওপর ভিত্তি করে একটা বিপ্লব করেছি সেই কোটা প্রথা আপনারা সম্পূর্ণভাবে বাতিল করুন।’
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
সারাবাংলা/এইচআই