Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজিদের সঙ্গে বাবর-রিজওয়ানের উদযাপনের রহস্য কী?

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫ ১৬:১৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

ম্যাচ জয়ের পর উদযাপনে তিন পাকিস্তানি ক্রিকেটার

উইকেট পেলেই দেখা যায় তার সেই ট্রেডমার্ক উদযাপন। ডান পা তুলে ঊরুতে ডান হাত রেখে বাঁ হাতের তর্জনী উঁচিয়ে ধরা, পাকিস্তান স্পিনার সাজিদ খান যেন অন্য এক পরিচিতি পেয়েছেন এমন উদযাপনের জন্য। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাজিদের দুর্দান্ত এক বোলিং পারফরম্যান্সের সুবাদেই জয় পেয়েছে পাকিস্তান। এবার সাজিদের সাথে উদযাপন করেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানও। ম্যাচ শেষে সাজিদ জানিয়েছেন, একসাথে উদযাপনের পরিকল্পনাটা আগেই ছিল তাদের।

বিজ্ঞাপন

মুলতান টেস্টে ছিল স্পিনারদের রাজত্ব। প্রথম ইনিংসে সাজিদ পেয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয় অন্যতম নায়ক তিনিই। ম্যাচে মোট ৯ উইকেট নিয়েছেন সাজিদ।

সাজিদের ৫ উইকেট পাওয়ার পর তার সেই চিরচেনা উদযাপনে সঙ্গ দিয়েছেন বাবর-রিজওয়ানও। রিজওয়ান যদিও উদযাপনে কিছুটা ভুল করে ফেলেছিলেন। ডান পায়ের পরিবর্তে বাম পা তুলেছিলেন তিনি। সাজিদ বলছেন, দুই সতীর্থকে নিয়ে এমন উদযাপনের পরিকল্পনা আগেই ছিল তার, ‘সবাই আমার উদযাপন অনুকরণ করে, সেটা দর্শকের মাঝে শিশু থেকে ড্রেসিংরুমে কামরান গুলামও। আমার ইচ্ছা ছিল ৫ উইকেট পেলে বাবর-রিজওয়ানকে নিয়ে একইভাবে উদযাপন করা।’

নিজের এই মজার উদযাপনের পেছনের গল্পটা জানালেন সাজিদ, ‘আমি যখনই ক্রিকেট খেলেছি, পারফর্ম করেছি ও বাদ পড়েছি। সবখানেই এই উদযাপন আমাকে অনুপ্রেরণা দিয়েছে। সেই থেকেই উইকেট পেলে আমি এমন উদযাপন করি।’

সাজিদের এই উদযাপনের সাথে মিল আছে ভারতের শিখর ধাওয়ানের উদযাপনের। অনেকেই বলেন, তার অনুকরণই করেছে সাজিদ। সাজিদ অবশ্য এটা মানতে নারাজ, ‘সবারই নিজস্ব ধরন আছে। সবাই বলে আমি ধাওয়ানের অনুকরণ করি। কিন্তু এটা আমি স্কুল থেকেই করে আসছি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই উদযাপন করতে গিয়ে দুইবার জরিমানাও গুণতে হয়েছে আমাকে!’

সারাবাংলা/এফএম

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাবর আজম রিজওয়ান খান সাজিদ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর