Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৫:২৭

বাগেরহাটের রামপালের ‘হুড়কা ঝলমলিয়া শেফালিয়া মাধ্যমিক বিদ্যালয়’র ৬০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাগেরহাট: রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণাদী বিতরণ করা হচ্ছে। সোমবার সকালে বাগেরহাটের রামপালের ‘হুড়কা ঝলমলিয়া শেফালিয়া মাধ্যমিক বিদ্যালয়’র ৬০ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, পানির বোতল ও ছাতা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী, রামপাল মৈত্রী লেডিস ক্লাবের প্রেসিডেন্ট অর্চনা পূজারী, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’র জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) মঙ্গলা হারিন্দ্রান, ডেপুটি জেনারেল ম্যানেজার জি এম তারিকুল ইসলাম, রামপাল মৈত্রী লেডিস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এন এল নিরাজা ও নির্বাহী সদস্য আখি মনি।

বিজ্ঞাপন

‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড’র ডেপুটি জেনারেল ম্যানেজার (মানবসম্পদ বিভাগ) জি এম তারিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত ২ হাজার ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণাদি বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে রামপালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে এ শিক্ষা উপকরণ সামগ্রী দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী বলেন, ‘রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারনেই অবহেলিত রামপালের নানাভাবে উন্নয়ন হচ্ছে। এ পাওয়ার প্লান্টটি স্থানীয় সমাজ উন্নয়নে অনন্য ভূমিকা পালন করে চলেছেন। আশা করছি তাদের এ উন্নয়ন কর্মকাণ্ড আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

বাগেরহাট বিতরণ রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র শিক্ষা উপকরণ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর