Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-কক্সবাজার রুটে প্রবাল-সৈকতের চলাচলের নতুন সময়

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৪:৫১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে দুই জোড়া ট্রেন চলাচলের সময়সূচি চূড়ান্ত করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। ১ ফেব্রুয়ারি থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

সোমবার (২০ জানুয়ারি) রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেনের সই করা এক অফিস আদেশে দুই জোড়া ট্রেনের সময়সূচি জানানো হয়েছে। ট্রেনগুলো হলো- সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস।

নির্ধারিত সময়সীমা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে সৈকত এক্সপ্রেস (ট্রেন নম্বর- ৮২১) প্রতিদিন সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে। সকাল ৯টা ৫৫ মিনিটে ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে।

একই ট্রেন রাত সোয়া ৮টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে। রাত ১১টা ৫০ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে।

সৈকত এক্সপ্রেস যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজারা ও রামু স্টেশনে থামবে।

এছাড়া প্রবাল এক্সপ্রেস (ট্রেন নম্বর- ৮২২) সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। চট্টগ্রামে দুপুর ২টা ২৫ মিনিটে ট্রেনটি পৌঁছাবে। একই ট্রেন আবার বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা ৭টায় কক্সবাজার পৌঁছাবে।

প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশন।

প্রতি সোমবার সৈকত ও প্রবাল এক্সপ্রেসের চলাচল সাপ্তাহিক বন্ধ থাকবে।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ

চট্টগ্রাম রেল চলাচল

বিজ্ঞাপন

তীরে এসে তরী ডুবল সিলেটের
২০ জানুয়ারি ২০২৫ ১৭:১৫

আরো

সম্পর্কিত খবর