Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমে উঠেছে বই মেলা প্রাঙ্গণের প্রস্তুতি

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৪:১২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩

ঢাকা: দড়জায় কড়া নাড়ছে “অমর একুশে গ্রন্থমেলা ২০২৫”। প্রাণের বই মেলাকে প্রাণবন্ত করে তোলায় ব্যস্ত কারিগররা। এরপরই জমে উঠবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দি উদ্যানের মেলা প্রাঙ্গণ।

সোমবার (২০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, হাতে গোনা কয়েকটি দোকান নির্মাণের কাজ প্রায় শেষ প্রান্তে। আর বাকি দোকানগুলোর প্রায় ৫০-৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। মাটি খোঁড়াখুঁড়ি ও মাপজোকের কাজ চলছে। সারি সারি বাঁশের গাঁথুনিতে তৈরি হচ্ছে প্যাভিলিয়ন। স্টল নির্মাণে মাথায় রাখা হয়েছে হঠাৎ বৃষ্টির কথাও। এ জন্য তৈরি করা হচ্ছে টিনের সামিয়ানাও।

বিজ্ঞাপন

হাঁতুড়ি পেরেকের ছন্দে নিরলস কাজে ব্যস্ত রাসেল মিস্ত্রি। তিনি সারাবাংলাকে জানান, বইমেলার জন্য কাজ করতে পারাটাই, তার কাছে অনেক ভালোলাগার বিষয়। কারণ হিসেবে রাসেল বলেন, ‘বই মেলা মানুষের জ্ঞানের খোরাক মেটায়। সেই জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার কাজে আমি যুক্ত থাকতে পারছি এটাই অনেক। আমার এই কাজ করতে ভালো লাগে। আমি প্রতি বইমেলা আসার আগেই খোঁজ রাখি। যেনো আমি এই কাজটা পাই।’

হাঁতুড়ি পেরেকের ছন্দে নিরলস কাজে ব্যস্ত রাসেল মিস্ত্রি।

আরেক কারিগর হাকিম মোল্লা বলেন, ‘এখন প্রস্তুতির শেষ সময়। এ জন্য ব্যস্ততা অনেক বেশি। আশা করছি ২৮ জানুয়ারির মধ্যে কাজ শেষ হবে।’

বাংলা একাডেমির দেওয়া প্রাথমিক সূত্রে জানা গেছে, এবারের মেলায় অংশ নিচ্ছে মোট ৫৯৩টি প্রতিষ্ঠান। প্যাভিলিয়ন বরাদ্দ পাচ্ছে ২৮ থেকে ২৯টি প্রকাশনা সংস্থা। মেলায় কয়েকটি স্টল বাড়ানোর পরিসর আছে। সে ক্ষেত্রে ৫০ থেকে ৬০টি স্টল বাড়তে পারে। দর্শনার্থীদের জন্য থাকবে বাংলা একাডেমিতে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ১৫টি ডিজিটাল নির্দেশিকা।

বিজ্ঞাপন

সবকিছুর প্রস্তুতি নিয়ে দারুণ ব্যস্ত মেলা প্রাঙ্গণ। এখনো শূন্য নজরুল মঞ্চ। যেখানে উন্মোচন করা হবে নতুন নতুন বইয়ের মোড়ক। আর মাত্র কিছুদিন, এরপরই লেখক, প্রকাশক ও পাঠকদের পদচারনায় জমে উঠবে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২৫’।

সারাবাংলা/এফএন/ইআ

অমর একুশে গ্রন্থমেলা বই মেলা বাংলা একাডেমি

বিজ্ঞাপন

তীরে এসে তরী ডুবল সিলেটের
২০ জানুয়ারি ২০২৫ ১৭:১৫

আরো

সম্পর্কিত খবর