গাজীপুরে বয়লার বিস্ফোরণ, আহত ১২
২০ জানুয়ারি ২০২৫ ১৩:৪৭
গাজীপুর: জেলার শ্রীপুরে একটি কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে ১২ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (২০ জানুয়ারি) সকালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমে এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- কারখানার শ্রমিক সুজন, রইছ উদ্দিন, শুক্কুর, সোনিয়া, লিমা, ইকবাল, শাহজাহান। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, ‘স্যাম্পল রুমে একটি বয়লার ছিল। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি মেশিন পানি নিচ্ছে কিনা। এদিকে বয়লার হিট হতে হতে স্টিম আউট লাইন ছেড়ে গেলে বিস্ফোরণ হয়। হয়তো মোটর পানি টানতে পারেনি অথবা এমন হতে পারে ট্যাংকিতে পানি ছিল না।’
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আলিম বিশ্বাস বলেন, ‘আমরা ছয়জন রোগী পেয়েছি। তাদের মধ্যে কারো কোনো বড় ধরনের সমস্যা নেই। এদের মধ্য একজনকে তার স্বজনরা ময়মনসিংহ নিয়ে গিয়েছেন, সুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
সারাবাংলা/এসডব্লিউ