প্রহসনের নির্বাচন চায় না কমিশন: সিইসি
২০ জানুয়ারি ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:০৩
সাভার: কেন্দ্র দখলসহ ভোটাধিকার প্রয়োগে বাধা দানকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
‘প্রহসনের নির্বাচন চায় না কমিশন’ উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে সে সুযোগ এসেছে। এ জন্য ভোটার তালিকা হালনাগাদ করা সবচেয়ে জরুরি। ভোটের জার্নি শুরু হলো- এ কার্যক্রমের মধ্য দিয়ে। সবাইকে সঙ্গে নিয়ে এ কাজটা করতে হবে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেছে নির্বাচন কমিশন। ঢাকার সাভার উপজেলার পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদকরণের এ কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সিইসি বলেন, মানুষকে ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় ইসি। যেদিন মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে, সেদিনই ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। এ জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
ভোটকেন্দ্র দখলসহ ভোটের সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটের বাক্স কেউ যাতে কেড়ে নিতে না পারে, সেজন্য জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সব অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে হবে। নির্বাচন বলতে যা বোঝায় সেটাই প্রতিষ্ঠা করতে চাই।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভুয়া ভোটার, দ্বৈত ভোটার, বিদেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে সেদিকে নজর দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনাররা রোহিঙ্গা, ভিনদেশিদের যাতে তথ্য সংগ্রহ করা না হয় সে বিষয়ে সতর্ক করে দেন মাঠ কর্মকর্তাদের। তারা বলেন, ভোটাধিকার না থাকায় ভোটার হওযার জন্য মানুষের মাঝে অনীহা তৈরি হয়েছিল। মানুষের হারানো অধিকার পুনরুদ্ধারে ইসি কাজ শুরু করেছে। শতভাগ নির্ভুল ভোটারতালিকা করতে হবে। সেই সঙ্গে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য সংগ্রহের নির্দেশও দেন তারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএ আলী নেওয়াজ। অনুষ্ঠান শেষে বেলুন ও কবুতর উড়িয়ে নতুন ভোটারের এ কার্যক্রম শুরু করা হয়।
সারাবাংলা/এনএল/ইআ