Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ৩ দিনের ব্যবধানে কমেছে তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:৫০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সোমবার (২০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। অর্থাৎ ৩ দিনের ব্যবধানে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এদিকে, কুল কুল করে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় কন কনে শীতে বিপর্যস্ত এখানকার জনজীবন।

গত ১১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত এ জেলার তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠা নামা করেছে। সকালে কিছুটা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিয়েছে। হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মজীবন।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তবে এ জেলায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান,গত ১১ জানুয়ারি চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এদিকে, ১২ জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং ১৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এছাড়া ১৪ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং ১৫ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ওদিকে, ১৬ জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং ১৭ জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

বিজ্ঞাপন

১৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং ১৯ জানুয়ারী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে পত্রিকা বিক্রেতা শফিকুল জানান, ‘প্রচন্ড শীতে কাজ করাই দুস্কর হচ্ছে।
সকাল থেকে খুবই শীত অনুভূত হচ্ছে।’

প্রাত ভ্রমণকারী সাবেক কাউন্সিলর মাস্তার বলেন, ‘শীতে খুব খারাপ দিন যাচ্ছে। খেটে খাওয়া মানুষের সমস্যা নিদারুণ।’

সারাবাংলা/এসডব্লিউ

আবহাওয়া চুয়াডাঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর