Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালানের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে তামিমের বিস্ফোরক স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫ ১২:৩৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৪:৩৪

মালানকে নিয়ে তামিমের স্ট্যাটাস

এবারের বিপিএলে নানা কারণে আলোচনায় আছেন তিনি। অল্প কিছুদিনের ব্যবধানে বারবার রেগে গিয়ে নানা সমালোচনাও শুনেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে রান আউটের পর সতীর্থ ডেভিড মালানের সাথে দ্বন্দ্ব নিয়েই চলছিল নানা গুঞ্জন। এবার সব গুঞ্জনের জবাব নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেই দিলেন তামিম। এক ফেসবুক স্ট্যাটাসে তামিম বলছেন, মালানের সাথে তার কোন ঝামেলাই হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- তামিম এত রাগ করেন কেন? 

চিটাগংয়ের বিপক্ষে ওপেনিং করতে নেমেছিলেন তামিম-মালান। ভুল বোঝাবুঝির কারণে রান আউট হন তামিম। এতে খুব একটা খুশি ছিলেন না তিনি। মাঠ ছাড়ার আগে কিছুটা বিরক্তিই প্রকাশ করেন তিনি। কিছুক্ষণ পর মালানকেও দেখা যায় কিছুটা রাগী মুডে। এই সময় প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে সামাল দেন। সেখান থেকেই প্রশ্ন উঠেছে, মালান কি তাহলে তামিমের উপরে রাগ করেছিলেন?

আজ এক ফেসবুক স্ট্যাটাসে তামিম সাফ জানিয়ে দিলেন, মালান রাগ করেছিলেন ফিল্ডারের সাথে, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!’

তামিম লিখেছেন, মাঠে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি হতেই পারেই, ‘মাঠে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় সরি বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

এবারের বিপিএলে নানা কারণে সমালোচিত হচ্ছেন তামিম। অ্যালেক্স হেলস ও সাব্বির রহমানের সাথে তার ওই ঘটনা নিয়ে এত আলোচনাতেও বিরক্ত তামিম, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে।’

বিজ্ঞাপন

মাঠের ঘটনা দর্শকের সামনে তুলে ধরার ব্যাপারে তামিম বলেন, ‘মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।’

সারাবাংলা/এফএম

ডেভিড মালান তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর