আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
২০ জানুয়ারি ২০২৫ ০৯:৫৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:১৫
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ।
সোমবার (২০ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তার অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোরে)। যা হবে গত ৪০ বছরের মধ্যে প্রথম। কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হতো বাইরে (আউটডোরে)। তীব্র শীতের মধ্যে হালকা বরফের কারণে এবার স্থান নির্বাচনে এই পরিবর্তন আনতে হচ্ছে।
এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বের অনেক সরকারপ্রধান ও রাজনীতিবিদরা।
এরই মধ্যে ট্রাম্প ওয়াশিংটনে এসে পৌঁছান। শপথ অনুষ্ঠানের আগে তিনি রাজধানীতে ক্যাম্পেইন স্টাইলে একটি সমাবেশ করেন। সেখানে তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তি, টিকটক, প্রথম দিনের কার্যক্রম ও সফর নিয়ে কথা বলেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর প্রথম দিনই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১৮ জানুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ভাষণের পরপরই এসব আদেশ জারির প্রক্রিয়া শুরু হবে।
ট্রাম্প জানান, ঠিক কতগুলো আদেশ জারি করবেন তা এখনো নির্ধারিত হয়নি। তবে তিনি বলেন, ‘সংখ্যাটি রেকর্ড ভাঙবে।’ ১০০’র বেশি হতে পারে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, অন্তত ওই সংখ্যার মধ্যেই থাকবে।
সারাবাংলা/এসডব্লিউ