অবশেষে ১২ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান
১৯ জানুয়ারি ২০২৫ ২৩:১০
যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৩৫তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া প্রফেসর খোন্দকার কামাল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে মন্ত্রণালয়। গত ৭ জানুয়ারিতে তিনি এই বোর্ড এ যোগ দেন।
রোববার (১৯ জানুয়ারি) মাত্র ১২ দিনের মাথায় তাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এসডি করা হলো। সদ্য ওএসডি হওয়া চেয়ারম্যান ২০২৪ সালের অক্টোবরেও ওএসডি হয়েছিলেন। এর মাত্র আড়াই মাসের মাথায় শিক্ষা বোর্ডরে চেয়ামর্যানের তকমা নিয়ে ফিরে আসেন। এ নিয়ে সারাবাংলায় খবর প্রকাশিত হয়।
রোববার সন্ধ্যায় যশোর বোর্ডে বিষয়টি জানাজানি হয়। এদিন ওয়েবসাইটের মাধ্যমে চিঠিটি পান বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। রাষ্ট্রপতির আদেশক্রমে চিঠিতে সই করেন উপসচিব মো. মাহবুব আলম। চিঠিতে ২৬ জানুয়ারির মধ্যে তাকে কর্মস্থল ত্যাগের জন্য বলা হয়েছে।
তবে একটি সূত্র জানায়, খোন্দকার কামাল হাসানকে সরিয়ে যার পদায়নের বিষয়টি শোনা গিয়েছে তিনিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং একই বিসিএস ব্যাচের (১৪তম)। এ নিয়ে পর পর চার জন চেয়ারম্যান একই বিশ্ববিদ্যালয়ের বলেও সূত্রটি নিশ্চিত করে। পদায়ন হওয়া ড. মোসাম্মাৎ আসমা বেগম সরকারি তিততুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। তার শ্বশুরবাড়ি মণিরামপুর বলে জানা গেছে।
এদিকে, সন্ধ্যায় যশোর বোর্ডে বিষয়টি জানাজানি হলে অবাক হন কর্মকর্তারা-কর্মচারীরা। তবে এতে অনেকে আনন্দিতও হয়েছেন। তাদের মতে, এটা ভালো হয়েছে। চেয়ারম্যান ১২ দিন ধরে যোগ দিলেও এখন পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে তিনি পরিচিত হতে কোনো আনুষ্ঠানিক আয়োজনও করেননি। এ কারণে বোর্ড যোগ দেওয়ার সময় থেকে তিনি নানা কারণে বিতর্কিত ছিলেন।
এর আগ, গত ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে তিনি প্রফেসর মর্জিনা আক্তারের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের বিপক্ষে থাকার অভিযোগে ৫ আগস্টের পর ওএসডি হলেও ফিরে এসেছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান হিসেবে। আজ তার ওএসডির চিঠি এলো।
সূত্র জানায়, ৫ আগস্টের পর গত ২৪ অক্টোবর তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে ওএসডি হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে (মাউশি) সংযুক্তি হন। বিগত সরকারের সুবিধা নেওয়া অধ্যাপক কামাল হাসানের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল এর কয়েকটি নিয়ে এরই মধ্যে সারাবাংলায় সংবাদ প্রকাশ হয়েছে।
সারাবাংলা/পিটিএম
খোন্দকার কামাল হাসান চেয়ারম্যান টপ নিউজ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড