Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আসাদের আত্মদান আমাদের অনুপ্রাণিত করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

৬৯ এর গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: ১৯৬৯ সালের গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামানের আত্মদান পরবর্তী আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৬৯ এর গণআন্দোলনে শহিদ আসাদুজ্জামানের শাহদাত বার্ষিকী উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের স্বাধীকার ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহিদ আসাদ এক অবিস্মরণীয় নাম। সামরিক স্বৈরশাসনের কবল থেকে গণতন্ত্রকে মুক্ত করতে অকুতোভয় এ বীর সেনানী রাজপথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার শোণিতের ধারা বেয়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত হয়েছিল, অর্জিত হয়েছিল এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের জন্য আসাদের আত্মদান পরবর্তীকালে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছে।’

তিনি বলেন, ‘শহিদ আসাদ দিবসে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মানুষের স্বাধীনতা নিশ্চিত ও গণতন্ত্রকে শক্তিশালী করাই সবচেয়ে জরুরি বলে মনে করি। আর এ জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সারাবাংলা/এজেড/এনজে

আসাদ গণআন্দোলন তারেক রহমান বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর