হাওর এলাকায় ১০ মাধ্যমিক স্কুল স্থাপনে ৪ কোটি ডলার ঋণ দেবে এসএফডি
১৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮
ঢাকা: হাওর এলাকায় দশটি উপজেলা সদরে ১০টি মাধ্যমিক স্কুল স্থাপনে ৪ কোটি ডলার ঋণ দেবে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি)। এ প্রেক্ষিতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে পরিকল্পনা কমিশনে ‘ফিজিবিলিটি স্টাডি ফর এস্টাবিলিশমেন্ট অব টেন সেকেন্ডারি স্কুলস এট সিলেকটেড উপজেলা সদর ইন হাওর এরিয়া’ শীর্ষক একটি প্রস্তাব করা করেছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৪১ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার টাকা।
প্রকল্পের প্রস্তাবিত সমীক্ষার বিষয়ে রোববার (১৯ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে প্রকল্প যাচাই কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, সভায় প্রকল্পটি অনুমোদন প্রক্রিয়াকরণের জন্য সুপারিশ করা হয়েছে। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত নেই। এমতাবস্থায় প্রকল্পটি অনুমোদনে চলতি অর্থবছরের এডিপির নতুন অননুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।
সূত্র জানায়, প্রকল্পটি বাস্তবায়নে গত বছর ৯ এপ্রিল পরিকল্পনা কমিশনে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়। ওই প্রস্তাবের ওপর গত ২০ মে পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় একটি নিরপেক্ষ দক্ষ পেশাদার প্রতিষ্ঠান ফিজিবিলিটি স্ট্যাডি শেষ করে প্রকল্প দলিল আবার পরিকল্পনা কমিশনে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকে সমীক্ষা প্রস্তাবটি তৈরি করা হয়েছে।
সূত্র আরো জানায়, গত বছর জুলাইয়ে এসএফডির মিশন প্রতিনিধিরা বাংলাদেশ সফরকালে উল্লেখিত সমীক্ষা কার্যক্রমটি তিন মাসের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছিলেন। এ প্রেক্ষিতে মূল প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া দেরি হলে এসএফডি’র প্রকল্প ঋণ প্রাপ্তি অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
সূত্র জানায়, এ প্রেক্ষিতে ‘সেকেন্ডারি স্কুলস এট সিলেকটেড উপজেলা সদর ইন হাওর এরিয়া’ প্রকল্পের সমীক্ষার কাজটি চলতি অর্থবছরের এডিপির নতুন অননুমোদিত প্রকল্প তালিকায় জরুরীভিত্তিতে অন্তর্ভূক্তির জন্য বৈঠকে অনুরোধ জানানো হয়েছে। এতে শিক্ষা উপদেষ্টারও সম্মতি রয়েছে।
সারাবাংলা/জেজে/আরএস
সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) হাওর এলাকায় দশটি উপজেলা সদরে ১০টি মাধ্যমিক স্কুল স্থাপন প্রকল্প