Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের পেস আগুনে পুড়ল চিটাগং কিংস

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৯ জানুয়ারি ২০২৫ ১৫:২২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭

আরাফাত সানি খেলেন ২৭* রানের ইনিংস। ছবি: শ্যামল নন্দী

খেলা দেখতে এসে চিটাগং কিংসের দর্শকরা হতাশই হলেন আজ। ৩৯ রানে ৫ উইকেট হারালে কোন দলের সমর্থকরাই বা হতাশ না হবেন? ফরচুন বরিশালের পেসারদের সামনে বড্ড অসহায় মনে হচ্ছিল কিংসের ব্যাটারদের। পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক, শামীম পাটোয়ারী; সবাই ই ব্যর্থ। ফাহিম আশরাফ-রিপন মন্ডলদের তোপে মনে হচ্ছিল ১০০ রানও হয়তো ছুঁতে পারবে না দলটা। অবশ্য অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর আরাফাত সানির মান বাঁচানো ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান তুলেছে কিংস।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাট করতে নেমে উসমান খানের ব্যাটে শুরুটা দারুণ হয়েছিল কিংসের। দুই চার ও ছক্কায় প্রথম ওভারেই ভালো শুরুর ইংগিত দিচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার। কিন্তু তৃতীয় ওভারেই হয় ছন্দপতন। রিপনের বলে ফিরে যান উসমান, গ্রাহাম ক্লার্ক তার দ্বিতীয় শিকার। পারভেজ হোসেন ইমন আর মিডল অর্ডারের দুই ব্যাটার হায়দার আলী-শামীম হোসেনকে ফেরান ফাহিম আশরাফ। দলীয় ৬০ রানের আগেই পড়ে প্রথম ছয় উইকেট।

সেই ধ্বংসস্তুপে দাঁড়িয়ে সানিকে নিয়ে ৩১ রানের জুটি গড়েন মিঠুন। দলীয় সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তানভীরের দ্বিতীয় শিকার হয়েছেন তাকে তুলে মারতে গিয়ে। অবশ্য সানি ছিলেন আজ দুর্দান্ত। বোলার হয়েও একপ্রান্ত আগলে রেখেছেন, ব্যাটারদের ব্যর্থতার দিনে একাই খেলেছেন ৩৪টি বল। তার অটল ব্যাটিংয়ে কোনোরকম লড়াইয়ের রসদ পেয়েছে চিটাগং।

তিনটি করে উইকেট নেন ফাহিম আশরাফ, রিপন মন্ডল। দুই উইকেট নিয়েছেন স্পিনার তানভীর ইসলাম।

সারাবাংলা/জেটি

চিটাগং কিংস ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর