Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর জ্যোতি

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৮

ট্রফি হাতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক

এই বছরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২টি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সরাসরি বিশ্বকাপে খেলা। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলছেন, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই বিশ্বকাপে পৌঁছাতে চান তারা।

আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের শেষ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অন্য সব দলের ম্যাচ খেলা এরই মাঝে শেষ। ভারতে হতে যাওয়া বিশ্বকাপে স্বাগতিক দেশসহ ৬টি দল সরাসরি অংশ নেবে। বাকি দুই দলকে পার করতে হবে বাছাইপর্বের বাধা।

বিজ্ঞাপন

১৯ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ আছে পয়েন্ট তালিকার ৭ম স্থানে। ষষ্ঠ স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ২১, ৫ম স্থানে থাকা শ্রীলংকার পয়েন্ট ২২। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করবে বাংলাদেশ। এমনকি একটি ম্যাচ জিতলেও বেঁচে থাকবে সরাসরি খেলার আশা।

সিরিজ শুরুর আগে জ্যোতি বলছেন, সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগটা হাতছাড়া করতে চান না তারা, ‘সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য মহামূল্যবান পয়েন্ট দরকার আমাদের। সবাই অনেক মনোযোগ দিয়েই লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা মাঠে নামার জন্য মুখিয়ে আছি। কেউ বাছাইপর্বে খেলতে চায় না। কারণ এটা খুবই ক্লান্তিকর। আমরা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগটা লুফে নিতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথমবার ওয়ানডে ও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ২০১৮ টি-২০ বিশ্বকাপ ছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জ্যোতিদের। বাংলাদেশ অধিনায়ক বলছেন, ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে তার দল, ‘আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। বেশ আগেই চলে এসেছি এখানে। দুদিন অনুশীলনও করেছি। মেয়েরা সবাই অপেক্ষা করছে মাঠে নেমে পয়েন্ট পাওয়ার জন্য। বাংলাদেশের নারী ক্রিকেট প্রতিদিনই এগিয়ে যাচ্ছে। আমরা যেন সবখানে সফল হই, এটাই সবাই চায়।’

বিজ্ঞাপন

ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশেষ পরিকল্পনা আছে বাংলাদেশের, জানালেন জ্যোতি, ‘আমাদের অবশ্যই কিছু বিশেষ পরিকল্পনা আছে। আমরা সেটা এখনই খোলাসা করতে পারব না। আমাদের বোলিং আক্রমণ ভালো, টপ অর্ডারে ভালো ব্যাটারও আছে।’

আজ বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট কিটসে শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ।

সারাবাংলা/এফএম

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর