খুলনায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫
১৯ জানুয়ারি ২০২৫ ১৫:১৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০২
খুলনা: খুলনার ডুমুরিয়ায় ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে পড়ে মফিজুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চাকুন্দিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরা জেলার মধুমোল্লার ডাংগী এলাকার গোলাম মোস্তফা ছেলে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে সাতক্ষীরার দিকে থেকে আসা একটি যাত্রীবাহী বাস উপজেলার চাকুন্দিয়া এলাকায় পৌঁছালে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এ সময় বাসের যাত্রীরা হৈ চৈ শুরু করলে। চালক চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। এতে কিছুদূর গিয়ে বাসটি খাদে উলটে পড়ে। এতে গুরুতর আহত হন বাসের ছয় যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলামের মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর