সরকারি প্রকল্পে অংশ নিতে পরিকল্পনা মন্ত্রণালয়ে আবুল খায়ের স্টীলের চিঠি
১৯ জানুয়ারি ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
ঢাকা: টেকসই উন্নয়নে সরকারি প্রকল্পে বেশি করে অংশ নিতে চায় আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের স্টিল (একেএস)। এ লক্ষ্যে গত ১২ জানুয়ারি পরিকল্পনা সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।
চিঠিতে বলা হয়েছে, কার্যকরী এবং সমন্বিতভাবে ১০০ ভাগ পরিশোধিত ও টেকসই উপকরণ দিয়ে তৈরী আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের স্টীলের তৈরী পণ্য সামগ্রী বহুল প্রচলিত ও দেশে-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত এবং আবুল খায়ের স্টীলের (একেএস) ব্যবহার ঝুঁকিমুক্ত। এর সব উৎপাদন কার্যক্রম অত্যন্ত পরিবেশবান্ধব প্রক্রিয়ায় শেষ হয়। প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ লাখ টন। এই বৃহৎ শিল্প প্রতিষ্ঠানটিতে রয়েছে দেশের সর্বোবৃহৎ নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট, ফার্ম ট্রিটমেন্ট প্ল্যান্ট ক্রমহ্রাসমান ভূগর্ভস্থ পানির স্তর রক্ষার্থে আবুল খায়ের স্টিল (একেএস) কারখানা পরিচালনায় ও উৎপাদন প্রক্রিয়ায় কোনো ধরণের ভূগর্ভস্থ পানির ব্যবহার না করা, প্রতিষ্ঠানটিকে ইকো ফ্রেন্ডলি এবং গ্রীন ফ্যাক্টরী হিসেবে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। পাহাড়ে বাঁধ দিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা পরিশোধন করা হয়। পরিশোধনের মাধ্যমে এই পানি উৎপাদন প্রক্রিয়ায় পুনঃ পুনঃ ব্যবহৃত হচ্ছে।
চিঠিতে বলা হয়, গুণগত মান বিবেচনায় আবুল খায়ের স্টিলের (একেএস) পণ্য বিএসটিআই কর্তৃক অনুমোদিত এবং বুয়েট কর্তৃক স্বীকৃত বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনীয় স্টীল। সক্রিয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের অঞ্চলে অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটি দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। ঐতিহাসিকভাবে, বাংলাদেশ ১৮৬৯ থেকে ১৯৩০ সালের মধ্যে কমপক্ষে পাঁচটি বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল যা রিখটার স্কেলে ৭ দশমিক ০ ছাড়িয়েছিল। দেশের উচ্চ জনসংখ্যার ঘনত্ব এবং অবকাঠামোগত চ্যালেঞ্জের কারণে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় কোন বিল্ডিং ও অন্যান্য যেকোন স্থাপনা নির্মাণে উচ্চমানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আর যেকোন নির্মাণ কাজের প্রথমেই উঠে আসে রডের প্রসঙ্গ। যখন ময়লা বেশি থাকে এবং কেমিক্যাল কম্পোজিশনে অনিয়ন্ত্রিত সালফার ও ফসফরাস থাকে তখন রড ভঙ্গুর হয়ে যায়, রডের ডাক্টিলিটি কমে যায় এবং ভূমিকম্পে স্থাপনা হয় ঝুঁকিপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মত ঝুঁকিপূর্ণ দেশে, শতভাগ পরিশোধিত রডের সর্বোত্তম ব্যবহারই ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে পারে। ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগে স্থাপনার নিরাপত্তার জন্য রড এর ডাক্টিলিটি বেশি থাকার পাশাপাশি ইউটিএস-ইন্ড স্ট্রেংথ রেশিও ১ দশমিক ২৫ এর বেশি থাকা প্রয়োজন। যা কিনা একেএস স্টীল নিশ্চয়তা দিচ্ছে। একেএস স্টীলের উৎপাদিত বিভিন্ন ধরণের রডের গ্রাডের মধ্যে বাংলাদেশের ভূমিকম্প প্রবণ এলাকার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভঙ্গুরতা মুক্ত রডের গ্রেড হল বি ৫০০ডিডব্লিউআর বি ফোর ২০ ডিডব্লিউআর রডের ডাক্টিলিটি, ইন্ড স্ট্রেংথ-ইউটিএস রেশিও এবং সর্বোচ্চ শক্তি নেবার ক্ষমতা সিডব্লিউআর রডের চেয়ে অনেক বেশি।
একেএস এএমটি রড তৈরি হয় ডিসি ইলেকট্রিক অর ফানেচে মেল্টিংয়ের মাধ্যমে, এই অত্যাধুনিক প্রযুক্তির ফার্নেসে ফসফরাস সরাসরি নিয়ন্ত্রিত হয় এবং লাডিল রিফিনিং র্ফানেচে গলিত স্টীল পরিশোধন করা যায়, যাতে সালফারসহ অন্যান্য উপাদান সঠিকভাবে নিয়ন্ত্রিত হয় এবং শতভাগ ময়লাও দূর করা সম্ভব হয়। এভাবেই ডিসি ইলেকট্রিক আরফানের্চ এ উৎপাদিত রড সম্পূর্ণ ভগুরতা মুক্ত হয়। তাই নিরাপদ এবং ভূমিকম্প সহনীয় স্টীল বার একএস টিএমটি নিশ্চয়তা দেয় স্থাপনার সর্বোচ্চ সুরক্ষা।
সারাবাংলা/জেজে/আরএস