Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫ ১১:৪৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:২২

বিস্ফোরিত জ্বালানি ট্যাংকারটি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের সুলেজা এলাকায় একটি জ্বালানি ট্যাংকার দুর্ঘটনার পর বিস্ফোরণে অন্তত ৭৭ জন নিহত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির বরাতে এ তথ্য জানা গেছে।

ট্যাংকারটি উল্টে যাওয়ার পরপরই জ্বালানি ছড়িয়ে পড়ে, এবং লোকজন জ্বালানি সংগ্রহ শুরু করার কিছুক্ষণের মধ্যে এটি বিস্ফোরিত হয়। এতে অর্ধশতাধিক মানুষ নিহত এবং ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে উদ্ধারকর্মীরাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ এবং দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। এর কারণ হিসেবে রাস্তার খারাপ অবস্থা এবং যানবাহনের অযত্নে রক্ষণাবেক্ষণকে দায়ী করা হয়।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ায় এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে, ডেল্টা রাজ্যে একটি জ্বালানি ট্যাংকার দুর্ঘটনার পর বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়। এর আগে, গত অক্টোবরে, লিক হওয়া পেট্রোল সংগ্রহের সময় একটি বিস্ফোরণে ১৫৩ জন প্রাণ হারিয়েছিল।

গত ১৮ মাসে নাইজেরিয়ায় জ্বালানির দাম ৪০০ শতাংশের বেশি বেড়েছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু সরকারের অর্থনৈতিক নীতিগুলোর মধ্যে অন্যতম হলো দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি প্রত্যাহার।

এই পরিবর্তনের ফলে দেশটিতে কোটি কোটি মানুষ দারিদ্র্যের দিকে ধাবিত হয়েছে এবং অনেকেই বেঁচে থাকার জন্য মরিয়া পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন। তবে সরকার বলেছে, এই নীতিগুলো দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

জ্বালানি ট্যাংক বিস্ফোরণ নাইজেরিয়া নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর