চ্যাম্পিয়নস ট্রফিতে শেষ কোহলি-রোহিত অধ্যায়?
১৯ জানুয়ারি ২০২৫ ১০:৩৬
একসাথে টি-২০ থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপ জয়ের পরপরই। টেস্ট কিংবা ওয়ানডে, দুই ফরম্যাটের কোথাও সময়টা ভালো যাচ্ছে না দুজনের। অনেক নাটকের পর আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। স্কোয়াড ঘোষণার পর ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলছেন, এই টুর্নামেন্টের পরেই নির্ধারণ করা হবে কোহলি-রোহিতের ভাগ্য। তাহলে কি এই টুর্নামেন্ট দিয়েই শেষ হচ্ছে কোহলি-রোহিত অধ্যায়?
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই অনেকে ভেবেছিলেন, ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় বলবেন কোহলি-রোহিত। টি-২০ বিশ্বকাপ জয়ের পর সেই ফরম্যাটকে বিদায় জানালেও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে এখনো জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন কোহলি-রোহিত।
জাতীয় দলের হয়ে ফর্মটা ভালো যাচ্ছে না রোহিত-কোহলি দুজনেরই। ২০২৪ সালের প্রায় পুরোটা সময়জুড়েই ব্যাট হাসেনি এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের। বিশেষ করে সাম্প্রতিক সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় সমালোচনার তীর ধেয়ে এসেছেন এই দুজনের দিকে। তাদের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে রাখা হবে কিনা সেটাই ছিল বড় প্রশ্ন।
রোহিত-কোহলি শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন ১৫ জনের স্কোয়াডে। তবে আগারকার আভাস দিয়েছেন, এই টুর্নামেন্টের উপরেই অনেকটা নির্ভর করবে কোহলি-রোহিতের ভবিষ্যৎ, ‘চ্যাম্পিয়নস ট্রফির আর একমাস বাকি আছে। তাদের দুজন থেকেই দল ভালো পারফরম্যান্স আশা করে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর দুজনের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবো সেটা নিয়েই বসতে হবে। এই মুহূর্তে আমাদের পুরো মনোযোগ চ্যাম্পিয়নস ট্রফিই।’
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চ্যাম্পিয়নস ট্রফির ফলাফল যাই হোক না কেন, এই টুর্নামেন্টের পরেই ওয়ানডে থেকে অবসর নেবেন কোহলি-রোহিত। বিশেষ করে রোহিতের অধিনায়কত্ব ছাড়া ও অবসর নেয়া এক প্রকাশ নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত।
সারাবাংলা/এফএম