Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
উড়তে থাকা বার্সাকে মাটিতে নামিয়ে আনল গেটাফে

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫ ০৯:১৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১১:৪৮

আবার পয়েন্ট হারাল বার্সা

স্প্যানিশ সুপার কাপের ফাইনালের পর কোপা ডেল রের শেষ ১৬, দুই ম্যাচেই প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে জয় পেয়েছিলেন তারা। উড়তে থাকা সেই বার্সেলোনা হোঁচট খেল লা লিগাতে এসেই। এগিয়ে গিয়েও গেটাফের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে বড় ধাক্কা খেয়েছে বার্সার লিগ শিরোপা জয়ের স্বপ্ন।

গেটাফের মাঠে এগিয়ে গিয়েছিল বার্সাই। ম্যাচের ৯ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন জুলস কুন্দে। পেদ্রির বাড়ানো বলে তার প্রথম শট কিপার ঠেকিয়ে দিলেও ফিরে আসা বলে গোল করতে ভুল করেননি তিনি। তবে এই গোলের পর থেকেই খেই হারিয়ে ফেলে কাতালানরা।

বিজ্ঞাপন

ম্যাচের ৩৪ মিনিটে বার্সাকে চমকে দিয়ে ম্যাচে ফেরে গেটাফে। রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করে উল্লাসে মাতেন মাউরো আরামবারি। ৪১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছেন লেভানডস্কি। তার গোল মিসের কারণে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া বার্সা একের পর এক আক্রমণ সাজালেও গোলের দেখা পাননি তারা। গোলের সুযোগ তৈরি করেছিল গেটাফেও। ফরোয়ার্ডদের ভুলে এগিয়ে যেতে পারেননি তারা।

শেষ পর্যন্ত দুই দলের কেউই গোল করতে না পার্লে ড্রয়েই শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে লা লিগায় শেষ ৯ ম্যাচের ৮টিতেই পয়েন্ট হারালো বার্সা। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তারা আছেন তৃতীয় স্থানে। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গত রাতে নিজেদের ম্যাচে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে হোঁচট খেয়েছে তারাও। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আজ নিজেদের ম্যাচে জিতলে শীর্ষে ফিরলে রিয়াল।

সারাবাংলা/এফএম

গেটাফে বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর