Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিডারশিপ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন আলীমুজ্জামান

সারাবাংলা ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ২৩:৩৩ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২৩:৩৪

দ্যা রিয়েল কনসালটেন্টের লিড কনসালটেন্ট মো. আলীমুজ্জামান

ঢাকা: দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘লিডারশিপ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড-২৪’ অর্জন করেছেন দ্যা রিয়েল কনসালটেন্টের লিড কনসালটেন্ট মো. আলীমুজ্জামান।

গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত এই পুরস্কার তার নেতৃত্বে ভ্যাট সচেতনতা বৃদ্ধির নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। মো. আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এ ছাড়া তার উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল ‘ভ্যাটবন্ধু নিউজ’ ভ্যাট সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।

বিজ্ঞাপন

ভবিষ্যতে ‘মিশন ২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তার পরিকল্পনায় রয়েছে কাস্টমাইজড প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেক্টরভিত্তিক গাইডলাইন প্রণয়ন।

এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ভ্যাট ব্যবস্থার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও শামীম রেজা। এ সময় মো. আলীমুজ্জামানের অর্জনকে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

আলীমুজ্জামান লিডারশিপ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর