Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যানসার আক্রান্ত স্ত্রীকে হত্যা করে স্বামীর নাটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ২১:২৫

ঘাতক স্বামী সেকেন্দার। ছবি: সারাবাংলা।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে  দুই সন্তানের জননী ক্যানসার আক্রান্ত লায়লা আরজুর (৬২) হত্যার রহস্য উদ্ঘাটন হয়েছে। হত্যাকারী স্বামী সেকেন্দার আলী (৬৬) নিজেই। বাসার কাজের বুয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ও দ্বিতীয় বিয়ের অনুমতি না পাওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। হত্যার পর মরদেহ খাটের নিচে লুকিয়ে নাটক সাজায় ঘাতক স্বামী।

শনিবার (১৮ জানুয়ারি) মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১- এর বিচারক সেলিনা আক্তারের আদালতে ঘাতক স্বামী সেকেন্দার আলী ১৬৪ ধারা জবানবন্দিতে স্ত্রী লায়লাকে গলা কেটে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন।

বিজ্ঞাপন

বিকালে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দির্ঘদিন ধরে স্ত্রী লায়লা আরজু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, থাইরয়েড ও স্তন ক্যানসারে ভোগছিলেন। তার জরায়ু অপসারণ হয়েছিল। যে কারণে স্ত্রীর সঙ্গে শারীরিকভাবে মেলামেশা না করতে পারায় দ্বিতীয় বিয়ে করতে চান সেকেন্দার আলী। স্ত্রী লায়লা ও তার ছেলে-মেয়ে কেউই বিয়ে করার অনুমতি না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হন। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এদিকে কাজের বুয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল তার।

ঘটনার দিন ১৫ জানুয়ারি বুধবার সকালে স্বামী সেকেন্দার আলীর সঙ্গে স্ত্রী লায়লা আরজুর দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেন। পরে মরদেহ খাটের নিচে লুকিয়ে বাজার করতে বের হন।

বিজ্ঞাপন

হত্যার পর ঘাতক স্বামী পুলিশসহ সাংবাদিকদের জানান, কাঁচা বাজার করতে পার্শ্ববর্তী বাজারে যান তিনি। এ সময় সমবয়সী বন্ধুদের সঙ্গে চা বিস্কুট দিয়ে নাস্তা করেন। ওই সময় তিনি বাড়িতে না থাকার ফাঁকে বাসায় দুর্বৃত্তরা স্ত্রীকে হত্যার পর স্বর্ণের কানের দুল আর আলমারিতে থাকা দুই হাজার টাকা লুটে নেয়।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সেকেন্দার আলীর স্ত্রী সাবেক এনজিও কর্মকর্তা লায়লা আরজু নির্মমভাবে খুন হয়। এ ঘটনায় ১৬ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা একমাত্র আসামি বানিয়াজুরী রাথুরা গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মো. সেকেন্দার আলী খানকে (৬৬) গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডের চার দিনের মাথায় শনিবার আদালতে ১৬৪ ধারায় দেয় আসামির জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেন তিনি।

সারাবাংলা/এসআর

ঘিওর মানিকগঞ্জ স্ত্রীকে হত্যা স্বামীর নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর