‘মানুষের কাছে মুখ দেখানোর সৎ সাহস আওয়ামী লীগের নেই’
১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৫২
ঢাকা: বিএনপির নির্বাহী সদস্য হামিদুর রহমান হামিদ বলেছেন, ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ দেশের জ্ঞানী, শিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ মানুষকে হত্যা করেছে। তারা হাজারো মানুষকে নির্যাতন করেছে, শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, দেশের সম্পদ লুট করেছে। সুতরাং মানুষের কাছে মুখ দেখানোর সৎ সাহস তাদের আর নেই।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লালবাগ শহিদ নগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
হামিদ বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার প্রেতত্মারা নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা বাংলাদেশে বসে শেখ হাসিনার গুণগান গাচ্ছে। বাংলাদেশের মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, শেখ হাসিনার প্রেতাত্মারা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদেরকে সব জায়গা থেকে বিতাড়িত করতে হবে, পদচ্যুত করতে হবে।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সফিউদ্দিন আহমেদ সেন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, লালবাগ থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আনোয়ার হোসেন পিচ্চি, সদস্য সচিব মো. সুজন, লালবাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব হোসেন, ছাত্রদলের আহ্বায়ক আফতাব ইয়াকিন প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই