Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৮:০১

হাতকড়া

বগুড়া: জেলার হাসপাতালে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি শাহাদত হোসেন কলমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নওগাঁর নিয়ামতপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, গত ১৪ জানুয়ারি জুয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলিকপুর এলাকায় ছিনতাই করে মোটরসাইকেলে পালানোর সময় আদমদিঘীর আমইলে বিক্ষুদ্ধ লোকজন দুই জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ‘বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে’ ভর্তি করেন। সেখানে তারা পুলিশ পাহরায় চিকিৎসাধীন ছিল।

পুলিশ আরও জানান, ১৬ জানুয়ারি আসামি কলম বাথরুমে যাওয়া নামে হাতকড়া পড়া অবস্থায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

গ্রেফতার কলমের বিরুদ্ধে ইতোপূর্বে চারটি মামলা ছিল। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় আরও একটি মামলা হয়েছে বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানিয়েছেন।

সারাবাংলা/এইচআই

গ্রেফতার বগুড়া হেফাজত থেকে পলায়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর