Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছরের জঞ্জাল দূর করতে চাই: মির্জা ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, আমরা ১৫ বছরের জঞ্জাল দূর করতে চাই। তার জন্য আমরা কাজ করব। সরকারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা প্রয়োজন। রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন চেয়েছি। দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আমরা এই বিষয়গুলোর ওপর গুরুত্ব দিতে চাই। মানুষ পরিবর্তন চায়; সুখী, সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চায়। বৈষম্য দূর করতে হবে। এগুলো দূর করতে হলে দ্রুত নির্বাচন দরকার।

বিজ্ঞাপন

শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের বিআইসিসির কার্নিভাল হলে শ্বেতপত্র প্রণয়ন কমিটি- ২০২৪ আয়োজিত ‘শ্বেতপত্র এবং অতঃপর: অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার জাতীয় বাজেট’ শীর্ষক সিম্পোজিয়ামের দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। কেননা নির্বাচনের মাধ্যমে আমরা তাড়াতাড়ি জনগণের কাছে যেতে পারব। সে চেষ্টা চালাতে হবে। এ ছাড়া, ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। তবে রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব নয়। অতীতের সমস্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। সেই শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলব।’

অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, ‘অর্থ পাচার পাকিস্তান আমল থেকে শুরু হয়েছিল। অর্থগত কাঠামোর কারণে অবকাঠামো সংস্কার প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের কারণে ঋণ খেলাপি বেড়েছে। আমারা অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করতে পারিনি। অর্থনৈতিক সমস্যা আগেও ছিল। কিন্তু বিগত ১৬ বছরের জবাবদিহিতা না থাকায় সমস্যাগুলো আরও ঘনীভূত হয়েছে। রাজনৈতিক সহযোগিতায় চামচা পুজিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।’

সারাবাংলা/জেজে/পিটিএম

টপ নিউজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর