‘গতানুগতিক রাজনৈতিক বক্তব্য জনগণ আর নিতে পারবে না’
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৬
ঢাকা: ‘গতানুগতিক রাজনৈতিক বক্তব্য জনগণ আর নিতে পারবে না’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভায় আয়োজন করে ‘মুক্ত চিন্তা বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
আমির খসরু বলেন, ‘গতানুগতিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না। শেখ হাসিনা বিদায় হওয়ার পর বাংলাদেশের মানুষ বিরাট একটি মনোভাব তৈরি করেছে। মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, তারা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে, সেটি আমাদের ধারণ করতে হবে। রাজনীতিক হিসেবে ধারণ করতে হবে, দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কীভাবে গড়ব, সে ব্যাপারে পরিষ্কার ধারণা দিতে হবে। যাতে সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই দেশের প্রত্যেকটি সেক্টর কাজ শুরু করতে পারে।’
তিনি বলেন, ‘জিয়াউর রহমান তিন বছর ক্ষমতায় ছিলেন। তিন বছরের মধ্যে সব কিছু ভেঙ্গে ফেলে নতুন করে তৈরি করেছিলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, কৃষক-শ্রমিক-ব্যবসায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর তিনি নজর রাখতেন। সেই বিষয়টি আমাদের অনুসরণ করতে হবে।’
আমির খসরু বলেন, ‘জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন না, একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি একজন আর্মি জেনারেল ছিলেন, যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন সংস্কারক ছিলেন। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। তার দর্শন আমাদের মধ্যে চলে আসে। তিনি দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছিলেন।’
তিনি বলেন, ‘প্রতিহিংসার রাজনীতি হবে না। যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা খুন হয়েছে, গুম হয়েছে তাদের পরিবারের সাহায্য-সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করে দেশের সকল প্রতিষ্ঠান দলীয়করণ করেছিলেন। এ বিষয়গুলো মাথায় রেখেই আমাদের সব উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শামীমা সুলতানা প্রমুখ।
সারাবাংলা/এজেড/এসআর
আমির খসরু মাহমুদ চৌধুরী জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী বিএনপি