Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ১৫:০৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৬:২৩

নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া উড়াল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারের বিশ্বকাপটা দারুণভাবেই শুরু করল বাংলাদেশ নারী যুব দল। দুর্দান্ত বোলিংয়ে নেপালকে মাত্র ৫২ রানেই অলআউট করে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়াতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলেন সুমাইয়া আক্তাররা।

মালয়েশিয়ার বাঙ্গিতে গ্রুপ ডি এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দাঁড়াতেই পারেনি নেপালের ব্যাটিং লাইনআপ। বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৫২ রানেই গুটিয়ে গেছে নেপালের ইনিংস।

বিজ্ঞাপন

নেপালের ইনিংসে মাত্র দুজন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অংক। ওপেনার সানা পারভিন করেন দলীয় সর্বোচ্চ ১৯ রান। সীমার ব্যাট থেকে আসে ১০ রান। ১৮ ওভার ২ বলেই থামে নেপালের ইনিংস।

বল হাতে বাংলাদেশের সেরা জান্নাতুল মাওয়া। ১১ রানে তিনি নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন নিশি, ছোঁয়া ও সোবা। রান আউট হয়েছেন নেপালের ৪ ব্যাটার।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় বাংলাদেশ। ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিলেন তারা। সেখান থেকে দলকে উদ্ধার করেন সাদিয়া ইসলাম ও সুমাইয়া। সাদিয়ার ১৬ ও সুমাইয়ার ১২ দলের জয়ের জন্য যথেষ্ট হয়েছে।

শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখে ১৩.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পরের ম্যাচে ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশ মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর