বান্দরবানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
১৮ জানুয়ারি ২০২৫ ১৪:২৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪
বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার ডাম্পারের (মিনি ট্রাক) ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ২নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলীকদমের বেলাল উদ্দিন (৩৫), সৈয়দ আকবর (৩৪) ও মিনহাজ (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আলীকদম থেকে একটি ডাম্পার (মিনি ট্রাক) কক্সবাজারের চকরিয়ায় যাচ্ছিল। অপরদিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন আলীকদমের দিকে আসছিল। এ সময় তারাবুনিয়ায়-চারা বটতলী এলাকায় পৌঁছালে ডাম্পারটি (মিনি ট্রাক) মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
সারাবাংলা/এমপি