মেসি-নেইমারের বন্ধুত্ব দেখে হিংসা করতেন এমবাপে!
১৮ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
পিএসজিতে অল্প সময়ের জন্য তারা তিনজন একসাথে খেলেছেন। এই সময়টায় মেসি-নেইমার-এমবাপে ত্রয়ী ক্লাবের হয়ে খুব বেশি ভয়ংকর হয়ে উঠতে পারেননি। তিনজনের কেউই অবশ্য এখন আর পিএসজিতে নেই। আল হিলালে খেলা নেইমার বলছেন, মেসির সাথে তার বন্ধুত্ব দেখে হিংসায় জ্বলতেন এমবাপে!
বার্সেলোনায় খেলার সময় থেকেই মেসি-নেইমারের বন্ধুত্বটা অনেক গভীর। ২০১৭ সালে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালেও মেসির সাথে বন্ধুত্বটা কখনো মুছে যায়নি। ২০২১ সালে মেসিও বার্সা ছেড়ে চলে আসেন ফরাসি ক্লাবটিতে। সেখানে নতুন করেই বন্ধুত্বটা দৃঢ় হয়েছে দুজনের।
মেসি এরপর চলে গেছেন ইন্টার মায়ামিতে, নেইমার যোগ দিয়েছেন সৌদির ক্লাব আল হিলালে। এমবাপেও এখন পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে। তিনজন তিন ক্লাবে খেললেও অতীত নিয়ে মাঝে সাঝেই কথা বলেন তিনজনই।
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সাথে এক পডকাস্টে নেইমার বলছেন, মেসির সাথে তার এমন বন্ধুত্বে জ্বলতেন এমবাপে, ‘এমবাপের সাথে আমার প্রথম কয়েকটা বছর ভালো কেটেছে। এরপর এলো মেসি। আমার মনে হয় মেসির সাথে আমার বন্ধুত্বে সে কিছুটা হিংসা করতো। সে আমার সাথে আগের মতো কথা বলত না। তার আচরণে অনেক পরিবর্তন লক্ষ্য করেছিলাম। শুরুর দিকে কিন্তু আমাদের মাঝে দারুণ সম্পর্ক ছিল। আমরা একসাথে ডিনার করতাম নিজেদের বাড়িতে। অনেক হাসি মজা করতাম মাঠে ও মাঠের বাইরে।’
এমবাপের কারণেই ভয়ংকর হয়ে উঠতে পারেনি তাদের ত্রয়ী, এমনটাই ইঙ্গিত করলেন নেইমার, ‘আপনাকে বুঝতে হবে যে মাঠে আপনি একা খেলতে পারবেন না। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে। আমিই সেরা, আর কাউকে বল দেবো কেন?- এই মনোভাব নিয়ে থাকলে চলে না। দলের মাঝে অনেক ইগো ইস্যু ছিল। এজন্যই আসলে অনেক কিছু কাজ করেছি। একতা না থাকলে বড় কিছু জয় করা সম্ভব নয়।’
সারাবাংলা/এফএম