Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দাখিল ভারতীয় বংশোদ্ভূতের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ১০:৫৯

কানাডার নেপিয়ানের সংসদ সদস্য ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আর্য

ভারতীয় বংশোদ্ভূত চন্দ্র আর্য, যিনি কানাডার নেপিয়ানের সংসদ সদস্য, কানাডার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি সংসদে কন্নড় ভাষায় বক্তব্য রাখেন।

কর্ণাটকের তুমকুর জেলার বাসিন্দা চন্দ্র আর্য ধরওয়াদ থেকে এমবিএ সম্পন্ন করার পর কানাডায় পাড়ি জমান। চলতি সপ্তাহে তিনি ঘোষণা করেন যে তিনি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৭ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন, তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানান।

জানুয়ারি ১৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ চন্দ্র আর্য লেখেন, ‘আমাদের দেশ বড় ধরনের কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি। আমাদের শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’

চন্দ্র আর্য এর আগে খালিস্তান সমর্থকদের কর্মকাণ্ড এবং কানাডায় হিন্দু মন্দির অপমানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, লিবারেল নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সময় তার লক্ষ্য হবে কানাডাকে সার্বভৌম প্রজাতন্ত্রে রূপান্তরিত করা।

চন্দ্র আর্য, যিনি গত বছর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বলেছেন, ‘কানাডা এবং ভারতের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ভারত আমাদের রফতানি ও বিনিয়োগের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার।’

সারাবাংলা/এনজে

কানাডা প্রধানমন্ত্রী বংশোদ্ভূত ভারত মনোনয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর