Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব আন্দোলনের সভাপতি মুজাহিদ, সেক্রেটারি সাকী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ২১:১৩

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত তিন শীর্ষ নেতাকে মঞ্চে শপথ বাক্য পাঠ করান সৈয়দ রেজাউল করীম। ছবি: সারাবাংলা

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মারুফ শেখ এবং সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মাওলানা মানছুর আহমদ সাকী।

শুক্রবার (১৭ জানুয়ারি) ঐতিহাসিক সোহারাওয়ার্দী উদ্যানে আয়োজিত পঞ্চম জাতীয় ‘যুব-কনভেনশন’ মঞ্চ থেকে এ নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বিজ্ঞাপন

তিন সদস্যের এই কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাবে অনুমোদনের জন্য। অনুমোদিত নতুন কমিটি আগামী দুই বছর (২০২৫-২০২৬) সংগঠন পরিচালনা করবে।

নুতন কমিটি ঘোষণার আগে পুরোন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সৈয়দ রেজাউল করীম। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত তিন শীর্ষ নেতাকে মঞ্চে শপথ বাক্য পাঠ করান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এছহাক মুহাম্মাদ আবদুল খায়ের।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞাপন

এ ছাড়াও ইসলামী যুব আন্দোলনের বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী, প্রকৌশলী মারুফ শেখ ও মাওলানা রহমাতুল্লাহ বিন হাবিব এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/এমপি

ইসলামী আন্দোলন সভাপতি সহ-সভাপতি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর