বেতন বিতর্ক ছাপিয়ে রাজশাহীর বড় জয়
১৭ জানুয়ারি ২০২৫ ১৭:২৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:৩৬
বিপিএলে গত কয়েকদিন ধরে তাদের বেতন না পাওয়ার ঘটনাই ছিল বড় আলোচনার ইস্যু। অনুশীলন বাতিল থেকে শুরু করে বিপিএল থেকে ছিটকে যাওয়ার শঙ্কা, সবকিছু মিলিয়ে সময়টা ভালো কাটছিল না দুর্বার রাজশাহীর। মাঠে অবশ্য সেসবের কিছুই প্রভাব ফেললো না। রায়ান বার্লের দুর্দান্ত ইনিংসে ১৮৪ রানের বড় স্কোর গড়া রাজশাহী জয় পেল সহজেই। সানজামুল-তাসকিনদের বোলিং তোপে সিলেট স্ট্রাইকার্স গুটিয়ে গেছে ১১৯ রানেই। চট্টগ্রামে ৬৫ রানের বড় জয় নিয়েই তাই টুর্নামেন্টের তৃতীয় জয়ের দেখা পেল রাজশাহী।
১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় সিলেট। ২ রান কয়ার পল স্টার্লিংকে ফেরান সানজামুল। দলীয় ১৩ রানের মাথায় ৪ রান করা রনি তালুকদারকেও প্যাভিলিয়নে ফেরান সানজামুল। তৃতীয় উইকেটে জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জাকির হাসান ও জর্জ মুনশি। এই দুই ব্যাটারের ৫৮ রানের জুটি সিলেটকে আশা দেখাচ্ছিল।
৩৯ রান করা জাকিরকে ফিরিয়ে সেই আশা ভাঙ্গেন মার্ক ডেয়াল। এরপর আর দাঁড়াতে পারেনি সিলেটের ইনিংস। বাকি ৬ উইকেট তারা হারিয়েছে ৪৪ রানে। ২০ রান করা মুনশি আউট হয়েছেন আফতাবের বলে।
শেষের দিকে জাকের আলি অসম্ভব এক জয়ের জন্য কিছুটা চেষ্টা করেছিলেন। ৩ ছক্কায় সাজানো ২০ বলে ৩১ রানের ইনিংস শুধু হারের ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত ১৭ ওভার ৩ বলের মাঝে ১১৯ রানেই গুটিয়ে যায় সিলেট। ২৫ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার সানজামুল। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন, মৃত্যুঞ্জয় ও আফতাব।
এই জয়ে ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এলো রাজশাহী। অন্যদিকে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিলেট।
সারাবাংলা/এফএম