মহাসড়কে প্রাণ গেল বাইক আরোহী ৩ বন্ধুর
১৭ জানুয়ারি ২০২৫ ১২:৫২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৩৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা তিনজন বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা তিনজনই মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন সারাবাংলাকে জানান, নিহত তিনজন একটি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন।
এসআই বোরহান বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে ওই তিনজনের মরদেহ উদ্ধার করি। নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে। সেটা আমরা হেফাজতে নিয়েছি। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে সেটা তদন্ত করা হচ্ছে।’
সারাবাংলা/আইসি/এমপি