Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বশেমুরবিপ্রবির নতুন ট্রেজারার ড.মোহাম্মদ নাজমুল আহসান

বশেমুরপ্রবি করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১২:১৭ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১২:৫৪

বশেমুরবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক নতুন ট্রেজারার ড.মোহাম্মদ নাজমুল আহসান

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নতুন ট্রেজারার  ড.মোহাম্মদ নাজমুল আহসান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০ (১) (গ) অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি প্রচলিত বিধি অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ট্রেজারার নিয়োগ বশেমুরবিপ্রবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর