Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসাদ গেটে ট্রাকচাপায় সিএনজি আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১১:১৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:১২

আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।

নিহতের নাম মো.আদম আলী (৫৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাজারে কাপড়ের ব্যবসা করতেন। দুর্ঘটনার সময় সিএনজিতে করে ভাতিজাসহ ৩ জনকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

আদম আলীর ভাতিজা মো.মাসুম জানান, তাদের বাড়ি ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামে। তার বাবার নাম ওয়ারেজ আলী। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। তার ছেলে সাকের আলীর অসুস্থতার কারণে গতকাল তারা চারজন ঢাকায় আসেন ডাক্তার দেখাতে। সিএনজিতে করে ধানমন্ডি পপুলার হাসপাতালে যাচ্ছিলেন তারা। আসাদ গেট এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে তারা আহত হন। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তার চাচা আদম আলীকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহত ওই ব্যবসায়ীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

আসাদ গেট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর