নতুন অংশীদারিত্ব চুক্তিতে যাচ্ছে রাশিয়া ও ইরান
১৭ জানুয়ারি ২০২৫ ১০:৩২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৯
রাশিয়া ও ইরান নতুন অংশীদারিত্ব চুক্তি সই করতে যাচ্ছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এই চুক্তি সই করা হবে বলে ফরাসি মালিকানাধীন সংবাদপত্র ‘ফ্রান্স ২৪’ এর বরাতে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার ক্রেমলিন জানিয়েছে, এই নতুন চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সামরিক-রাজনৈতিক এবং বাণিজ্য-অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। এটি রাশিয়া, ইরান এবং তাদের মিত্র দেশগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে। চুক্তিটি ২০ বছর মেয়াদী হবে বলে রাশিয়ার সংবাদ সংস্থা টিএএসএস জানিয়েছে।
ইরান চুক্তি নিয়ে খুব বেশি তথ্য প্রকাশ করেনি। তবে রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারাটি থাকবে না, যা রাশিয়ার গত বছরের উত্তর কোরিয়ার সঙ্গে করা চুক্তিতে ছিল। বিষয়টি ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি নিশ্চিত করেছেন।
রাশিয়া ও ইরান নতুন চুক্তির বিষয়ে বহু বছর ধরে কাজ করছে। বর্তমানে তাদের সম্পর্ক ২০০১ সালের একটি চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে, যা নিয়মিত নবায়ন করা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘদিন ধরেই ইরান, চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার কৌশল গ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার কথা বলেছেন।
ইরান ও রাশিয়া উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রয়েছে, যা তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি শিল্পে প্রভাব ফেলেছে।
সারাবাংলা/এনজে