বগুড়ায় পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আসামির হাতকড়াসহ পলায়ন
১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৩
বগুড়া: ‘বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে’ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন মো. কলম (৩৪) নামে এক আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে হাতকড়াসহ সে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ১৪ জানুয়ারি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার তিলকপুর বাজার এলাকায় ছিনতাই করে পালানোর সময় বগুড়ার আদমদিঘী উপজেলার আমইল গ্রামে রাজু পালোয়ান(৩৫) ও মো. কলম নামে দুই জন ধরা পড়েন। তাদের বাড়ি সেখানকার ছাতিয়ান গ্রামে। বিক্ষুদ্ধ লোকজন তাদের গনধোলাই দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ২ জন পুলিশ তাদের পাহারায় ছিল।
মেডিকেল পুলিশ ফাঁড়ি ও বগুড়া সদর থানা পুলিশ জানায়, বাথরুমে যাওয়ার কথা বলে আসামি কলম দুপুরে পালিয়ে যায়। তার হাতে হাতকড়া পড়ানো ছিল।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন জানান, পুলিশ হেফাজত থেকে আসামির পালানোর ঘটনায় থানায় মামলা হবে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।
সারাবাংলা/এইচআই